তুমি সেজেছ অনেক সময় ধরে
পড়েছ জামা জামার ওপরে
তবুও শরীর  উঠছে কে্ঁপে কেঁপে
শীত যেন আসছে ক্ষেপে ক্ষেপে।

মেখেছ ভেসলিন মুখে হাতে
দিয়েছ আগুন খড়ের পালে,
তবুও শীতে উঠছে পা ঝেঁপে
শেষে লুকালে লেপের ভীতরে।

পা মাথা বন্দী বন্দী নাক মুখ
কাচের চশমা চোখে বন্দী সুখ,
শীতের প্রভাবে উদ্ভব কাশীর
টিনের চালে পড়িছে শিশির।

শিশিরের গা বেয়ে পড়িছে বরফ
বরফে বরফ হয়েছে মাঠের কৃষক,
মানুষ ছুটিছে রেজেকের সন্ধানে
আগুনে তাপায় গা, অটুট বন্ধণে।

যাদের পরনে নেই কোন জামা
শীতের কাপুনি করেছে  গ্রাস,
তাদের পাশে এসো হে বন্ধু
কাপড় দানে দুর করি শীতের ত্রাস।