দোষ দেয়া স্বভাব
আজহারুল ইসলাম আল আজাদ।

কারো মস্তিষ্ক বিকৃতি ঘটলে
বকে আবোল তাবোল
বাবা মা ভাই বোন প্রতিবেশী
তারে বলে পাগল।

পাগল দেখে কেউবা হাসে
কেউবা পায় ভয়,
পাগলের পাগলামিতে মমতাময়ী
মা করে হায় হায়।

যেমন অসারের তর্জন গর্জনে
দূর্বলের মনে আসে ভয়
অবুঝ পোয়াতির কু-চিন্তা মনে
বজ্রপাতে গর্ভের কি জানি কি হয়।

চাষীদের নির্ঘুম ছোটাছুটি
কেমনে ফসল রুখবে মাঠে?
মজুরের মজুরী কম হলে
ঝগড়া লাগায় তারা হাটে।

গরমের ঠ্যালায় চরমে মেজাজ
বিদ্যুৎ চলে গেলে,
ওরা বলে, কেমনে আসে সরকার?
মজা দেখাবে ভোট এলে।

এখন বিদ্যুৎ একবারও যায়না
প্রশংসাও কেউ করে না,
কোনটি আতর কোনটি বিষ্ঠা,
আমি সেটাও বুঝি না।

অ'শসার আবাদ বেশ!
হঠাৎ বন্যায় গেলো ভেসে,
কেউ কেউ বলে, এ সব ঘটছে,
এই সরকারের দোষে।

এতসব করেও রক্ষা হলোনা
হল প্রলয়কারী ঝড়,
পাশা উল্টে গেলো মদনা,
কী করবেন দেশের সরকার?

দোষ দেয়া যাদের স্বভাব,
নিজ দোষ করে না,স্বীকার
অন্যের দোষ খুঁজতে খুঁজতে
হয় তার মস্তিস্ক বিকার।

১২.১২.২০২০
রাত :১০'০০
গাড়াগ্রাম।