ঢঙ
আজহারুল ইসলাম আল আজাদ
২৮/১২/২০২০

কিসের লাগি  নাচতেছ
উঠান যে তোর বাঁকা
কিসের লাগি গাইতেছ
মঞ্চের সামন ফাঁকা।
'
নাচতেছ, ব্যয়ামতো হলো
গাইতেছ গলাতো বাজল
কেউ না দেখুক,
কেউ না শুনুক,
নিজের মনেতো তৃপ্তি এলো।
'
এটিও ভালো সেটিও ভাল
কুকুরগুলোতো ঘুম হারাল।
'
নাচনের ঢঙ না থাকুক,
গানে সুর তাল না থাকুক,
বল, চেষ্টাতো করেছ,
এটিও ভাল যে,
রংতো মেখেছ ঢঙ করেছ।