দিশা
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ।

শ্রদ্ধা আমি তারেই করি
স্নেহ করেন যিনি,
হয়ত তিনি সমাজে নন
কোন প্রকারের গুণী।

যিনি আমায় ভালবাসেন
আমি তারে ভালবাসী,
হোক না তিনি গোমরামুখী
না থাকুক মুখে হাসি।

যিনি আমায় আদর করেন
তিনি আমার আপন,
হোকনা তিনি সবার পর
তিনি আমার স্বপন।

যিনি আমায় দিতে পারেন
সু -পথের দিশা,
সেই দেখাতে কেটে যাবে
ঘোর আমানিশা।

যারে আপনি ঘৃনা করেন
তিনি আমার বন্ধু
হয়ত তিনি আপনার কাছে
কোন মানুষরুপি জন্ত?

সবার কাছে সবাই ভাল
হয়নি কোন কালে,
ধরার মাঝে চলার পথে
কে আটকে কার জালে?