দিনতারা
আজহারুল ইসলাম আল আজাদ
দীর্ঘ পথ চলেছি ,
দুরত্ব একত্রিশ বছরের,
নদী বন পাহাড় সমতল
সড়ক মহাসড়ক পারি দিয়েছি।
সাথে যারা ছিল,
কেউ অন্য ঘর করছে,
কেউ মাটির ভিতরে
কেমন আছে জানি না।
নতুন যুক্ত হয়েছে,
সাথে থেকে অনেকে,
সন্ন্যাসী সেজেছে,
কেউ দরবারে আউলিয়া,
কেউ আবেগি,
নিদারুন পৃথিবীতে,
দিনে মাছির সাথে খেটেখুটে
রাতে ঘর করি মশার সাথে।
বাড়ির কর্তাবাবু উপরে,
আমার বাস গোয়ালে,
সুযোগ পেয়ে দিনতারা দেখায়;
পিঁপড়ের বাসায় দার করে
কষ্ট বাড়ে রাত পোহালে।