দিন গুলি কৈ?
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ

পুরনো দিনের গল্প
শুনেছি দাদুর মুখে,
বন্নি ধানের পান্তা খেয়ে
দিন কেটেছে সুখে।

চালের গুড়ো গমের ভাত
আরও কত কি?
অসুখ হলে খেত তারা
বৈদ্য নাথের বড়ি।

মাটির প্রদীপ জালিয়ে শিশু
পড়ত শিশু শিক্ষার বই,
কলার পাতায় লিখত লে্খা
করত মাটিতে হাত সই।

সকাল বেলার নাস্তা ছিল
দুধ কলা আর দই,
গ্রামে বসত যাত্রা পালা,
কত হই হই রই রই?

গরুর হালে চাষত জমি
দিত বাঁশের  মই।
কোথা গেল হারিয়ে এসব
আর দিনগুলি কই?

নতুন ধান এলে ঘরে
নবান্নের ধুম পড়ে
আনন্দে আত্বহারা গাঁ খানি
ধানের গন্ধে মন ভরে!

অনেক কিছুই বিলুপ্ত এখন
শুধুই স্মৃতিময়,
পুরনো দিনের স্মৃতি আনে
আগামী দিনের জয়।