আসবে প্রিয় বাজবে নুপুর ঝুমুর তালে
কথা দিয়েছিলে দেখা হবে উষারকালে
আনন্দে রাত কাটল আজ বকুল তলায়
ভয়কে জয় করেছি নিকষ রাতের বেলায়।
বকুল ফুলের মালা বানিয়ে প্রহর গুণছি
সময় পেরিয়ে কালো মেঘের শব্দ শুনছি
নাইবা এলে গাথা মালা নাইবা নিলে
নাইবা আমার হাতখানা ফিরাই দিলে।
ছলনার জালে জড়িয়ে করলে অবহেলা
বাড়ল দ্বি-প্রহরে হৃদয় ভাঙার জ্বালা।
না পাওয়ার মাঝে সব পেয়েই হারালাম
নাইবা আমি মালা ছিড়ে ফিরে এলাম।
মরুর বুকে খুঁজে পেলাম পদ্মপুকুর,
চারপাশে তাকিয়ে দেখি ধুপ-ধুসর।