প্রয়োজনে প্রিয়জন
আজহারুল ইসলাম আল আজাদ

ও পাড়ার ঐ ঢাঙ্গি বুড়ীর
কোমর গেছে বেঁকে,
লাঠি হাতে কষ্টে হাটে
বসে উঠে থেকে।

বয়সকালে তিনমন ধান
চলত কাঁধে ফেলে,
এক গামলা ভাত খেত
এক গাসতে গিলে।

একমন ধান এক ঢেঁকিতে
আধা ঘণ্টায় ভানত,
দাঁড়ানোর আজ শক্তি নেই
সে কি আর জানত?

পাড়ায় কারো বিয়ে হলে
ঢাোঙ্গি যেত ছুটে,
তাঁর কন্ঠে গীত শুনতে
আসত নারী-পুরুষ জুটে।

যেমন তেমন পুরুষ মানুষ
ঢাঙ্গির কাছেে ফেল,
শক্তি যখন ছিল ঢাঙ্গির
সবাই দিত তেল।

সে এখন অচল হওয়ায়
লয়না কেহ খোঁজ,
প্রয়োজনে প্রিয়জন হয়
ঢাঙ্গি করে আফসোস।