কষ্টগুলো
আজহারুল ইসলাম আল আজাদ

চোখ যার জল তার
মরুর বুকে ঝড়ে,
দুষিত মৃত্তিকায় আহা
মুখ থুবরে পরে।
নষ্ট ফসল কষ্টগুলো
লোনা জলে জ্বলা
ভোগ বিলাসে আশা,
যত ছলাকলা,
শেষ হবে তবে
চোখ মুদিলে ভবে।