ছড়া,
ছোট্ট মনি রোজা
আজহারুল ইসলাম আল আজাদ
ছোট্ট মনি রোজার মুখে
মুক্তা ঝরা হাসি,
চাঁদের বুড়ি ছড়ায় কণা
ঝড়ে রাশি রাশি।
রাত জাগা পাখির মত
জেগে ঘুমায় রাতে,
একটু খানি ঘুম পেরে
ওঠে সে প্রভাতে।
মুখে আধ আধ বোল
হাতে পায়ে লম্প,
ছোট্ট মনি গোস্যা হলে
কে ভাঙ্গে তার দম্ভ?
গিং গিং ফোকলা মুখে
ডিং ডিং গান,
রোজা মনি বড় নিয়ামত
খোদাতায়ালার দান।