চোকা
আজহারুল ইসলাম আল আজাদ

বটি চোকা দা চোকা
বউয়ের মুখ চোকা,
বিড়ি চোকা তামাক চোকা
স্বামী এক চোকা।

শশুর ভাসুর চোকা
শাশুরী পুরো চোকা,
কে কারে বলে বোকা?
দুনিয়ায় সবাই পাকা।
সরল যে সে খায় ধোঁকা।