আমাতে রইনা আমি নিদ্রাকালে,
জাগতিক চিন্তার তখন অবসান ঘটে,
নিথর দেহ পড়ে থাকে খাটের পরে
রুহুর জগতে রুহুরা বেড়ায় ছুটে।
নিত্য রজনীতে কেহ ইবাদতে মশগুল,
প্রিয়ার সাথে কেহ প্রেমের আলিঙ্গনে
যৌবনে সুধা ঢালে ভালোবাসার বন্ধনে,
কেহ চুরি করে ধনী হয় অপরের ধনে।
আহার নিদ্রা সন্তান নেই যে মহাজনের
এ বিশ্বলয়ে কুল-মাকলুক তাঁরই দাস,
তিনি অনাদি অনন্ত মালিক ধনাগারের,
তাঁরি হুকুমেই চিরনিদ্রায় সকলি হয় লাশ।
থাকিতে পারেনি কেহ অট্টালিকা গড়ি,
গায়ের জামা জুতা রবে বছর বছরে,
ধন-দৌলত অট্টালিকা সবে রবে পড়ি
আমি থাকব চিরনিদ্রায় মাটির ভিতরে।
আজহারুল ইসলাম আল আজাদ
মোবাইল: ০১৭১৪৯১০২৫৯.