চেনা যেন অচেনা
আজহারুল ইসলাম আল আজাদ
ডাকছি তারে বারে বারে,
দেয়নি সারা কোনোবারে,
তবুও বলি সেতো আমার;
যিনি ছিলেন আমার পাশে,
আমায় দেখে মুঁচকি হাসে,
এমন চিন্তা শুধু বোকার।
কত কালের কত চেনা,
কত ছিল লেনাদেনা,
আজকে আমায় চিনেই না,
যে ভাবে সবাই আপন,
আপন শুধু মৃত্যু কাফন
আমায় সে জানেই না।