চাষীর প্রতি শ্রদ্ধা
আজহারুল ইসলাম আল আজাদ

ঝড় বৃষ্টি বন্যা বাদল রোদ ভয় করেনা চাষী
উঠলে ফসল ভরবে গোলা ফুটবে মুখে হাসি।
এই আশাতে খেটে চলে নেয় নাকো বিশ্রাম
ভরসাগুলো বুকে রেখে খুঁজে বেড়ায় আরাম।
বৃদ্ধ বয়সে সুখের আশায় পাথর বেঁধে পেটে,
সন্তানকে সভ্য বানাতে কঙ্কাল হয়ে যায় খেটে
বহুকষ্টে  মৃত্তিকা কর্ষনে ফসল ফলায় মাঠে,
সন্তানেরা ম্যাচে রাতভর ধরে অন্তর্জাল ঘাটে।
ছেলে অফিসার হয়ে তাঁরে করে নাকো কদর
কোন চাষীর সন্তান হয়ে বাবারে করে অনাদর।
লুঙ্গি পরণে তাই অফিসের বন্ধ প্রবেশ দাঁড়
চাষীর কোনবা সন্তানই অফিসের অফিসার।
শিক্ষিতরা শেকড় ভুলে, দেখে রঙ্গিন ভুবণ
চাষীর খাটুনিতে নিস্তেজ দেহ জীবনো যৌবন।
চাষীরে সম্মান করব এই হোক সবার অঙ্গীকার
চাষীর আদর্শ ধারণ করি মৃত্যু হোক অহমিকার।