চাষী
আজহারুল ইসলাম আল আজাদ
অলসতা দুর হোক,
চাষীর আদর্শ হোক সকলের
দেশ এগিয়ে গেছে,
দুর হয়ে যাক নকলের।
তাঁরাই গর্বিত চাষী
মৃত্তিকা কর্ষনে খাদ্য ফলায়,
বাবুরা নিশ্চিতে খায়
সারারাত মোবাইলে কাটায়।
চাষীর পরণে লুঙ্গি
ফলে অফিসের বন্ধ প্রবেশদাড়
ঢুকতেই নিষেধ,
চাষীর সন্তানই অফিসে অফিসার।
শিক্ষিত শেখড় ভুলে,
রঙ্গিন কাচে দেখে রঙ্গিন ভুবন
চাষীর ঘামের টাকা
খাচ্ছ অফিসার সেটিই বেতন।
তা্ঁরে সম্মান কর!
তাঁর ফলানো ফসল তোমার খাদ্য
অবহেলা কর না,
সেবা দাও তাঁরে করিও না যব্দ।