বৃষ্টি এলো নুপুর পায়ে,
নাচছে সারা বেলা,
ঘরে বসে সোনামনিটা
খেলছে পুতুল খেলা।
মাটির পুতুল কাঠের পুতুল
হরেক পুতুলের মেলা,
খেলতে খলতে হয়রান সোনা,
বন্ধ করে খেলা।
এখন সোনা বাইরে যাবে,
হোকনা যত বৃষ্টি,
বৃষ্টির মত চোখের পানি,
চোখ থেকে হয় সৃষ্টি।
বাইরে যাবার ব্যকুল সে
কোল থেকে নামছে না,
হিংসে বৃষ্টি বেশী হলো
কিছুতেই থামছে না।