"বৃষ্টি ও প্রেম"
আজহারুল ইসলাম আল আজাদ
সারাটি রাত বৃষ্টির ফোঁটায়
তোমার পায়ের নূপুরের শব্দ
হৃদয় মরুভুমি রাঙ্গিয়ে দিলে,
রাঙ্গিয়ে দিলে নীল যমুনা
রাধিকা সেজে কলসী লয়ে
ভরা ভাদরে প্রেম জাগালে।
কন্ঠে বাজে শ্যামার গীত
হস্তে আমার কৃষ্ণের বাঁশী,
বৃষ্টির রাতে আছ পাশে
নির্ঘুম রাত স্বপ্নের জগতে
তুমিই তুমিও তুমিতো
তোমার ছবি হৃদয়ে ভাসে।