ছড়া/বৃষ্টি
আজহারুল ইসলাম আল আজাদ
বৃষ্টি তুমি এলে বলে
বাইরে যাওয়া বন্ধ হল
সোনার নুপুর বাজিয়ে তালে
শোনালে মোরে ছন্দ গুলো।
টাপুর টুপুর পায়ের নুপুর
বাজিয়ে গেলে মন মন্দিরে,
তুমি খেল জলের খেলা
আমায় ঘরে বন্ধি করে।
তুৃৃমিও হাসো কদম্ব হাসে
দিঘির জলে শাপলা হাসে
খোকাও হাসে খুকিও হাসে
বসে তারা জানালার পাশে।
রিম ঝিম ঝিম ছন্দ সুরে
খোকন সোনা ছড়া কাটে,
আয় বৃষ্টি ঝেপে
ধান দিব মেপে।