ছড়া-বৃষ্টি
আজহারুল ইসলাম আল আজাদ
মেঘবতীর ডাক শুনে
আমি ভিতু থাকি লুকে,
বৃষ্টি এলে ডানা মেলে,
তারে জড়াই আমার বুকে।
মেঘবতী শুধু বৃষ্টি পাঠাও
করিও না ডাকাডাকি,
তুমি ডাকলে বিজলী আসে,
হয়না তখন মাখামাখি।
বৃষ্টিতে ধরণী সবুজে ভরে,
প্রাণীরা সজীবতা পায় ফিরে।