সে তো ঢাকা থেকে এসেছে
তার রক্ত আমার শরীরে বহমান,
কেমনে বলি তারে কাছে এসো না?
দুরে থেকো ১৪ দিন পর এসো
বুকের গভীরে জাগে শিহরণ,
তাকে দুর থেকে দেখে সাধ মিটে না।
সমাজ রাস্ট্রের আইন
বহিরাগত এলে হবে কোয়ারান্টাইন
সাথে সাথে হবে বাস্থখানা লকডাউন।
ভিন্নতায় হবে তার খানা পিনা
আলাদা হবে তার ঘর বাসন কোসন,
থাকবে একায় একটি বিছানায়।
কেমন করে তার চাঁদ বদনে হাত রাখি,
বড় সাধ জাগে পাশে বসে একদন্ড গল্প করি
বড় সাধ জাগে গল্পে গল্পে মনের কথা বলি
মায়া যে বেড়েই চলছে, কিন্তু কি করি?
ভেবে পাই না, না না লকডাউন মানি না।
হে মায়াবী মন যা ভাবছ তা ঠিক না,
মাত্র চৌদ্দ দিন অপেক্ষা কর!