বলা কথা হয়না বলা
আজহারুল ইসলাম আল আজাদ

অনেক কথা বলতে চাই,
বলতে বলতে ভুলে যাই
কেন এমন হয়?
কি নিদারুন কষ্ট গুলো?
কেমন করে হয় ভুলো?
কিসের এত ভয়?
সত্য বলা অনেক কঠিন,
মিথ্যা বলা নয় সমীচীন।
মনে হয় বলব কত?
মনের কথা মনেই থাকে,
ভিন্নতার দানা বাধে,
বলা হয়না অবিরত।

বঙ্গবন্ধুর বাংলাদেশে
এসো বলি মন খুলে
জয় বাংলার গান,
উন্নয়নের স্বপ্ন ছোয়ায়
শরীক হয়ে দেশ গড়ি
সপি কায় মনো প্রাণ।