বৈঠক
আজহারুল ইসলাম  আল আজাদ

উড়ে এসে জুরে বসে
খায় খয়রাতি দান,
কেড়ে নেয় শত শত
দানকারীর প্রাণ।

শান্তির বার্তা নিয়ে আসে
পায়রার ঝাক,
পায়রাদের ভয়ে রাখে
কুৎসিত কাক।

দিনে রাতে পেঁচাদের
কোঁত কোঁত  ডাক।
তেড়ে আসে ভাগ নিতে
ল্যাটিনের বাঘ।

শকুনেরা দল বেঁধে
মরা গরু খোঁজে,
জ্যান্ত গরুদের তারা
ঠোকর মারে রোজে।

বৈঠক ডাকে ল্যাটিনের বাঘ
এলো শকুনের ঝাক
পায়রারা দিল মাথায় পাদু,
পলালো ল্যাটিন বাঘ দাদু।