চলতে পথে পিঁপড়ে ধরে
ছু্ঁই দিয়ে যায় বাঁদুরে,
সহজ কথা বলতে মানা
কেমনে বলি যাদূরে।
দু'জনাতে চলতে চলতে
ঝগড়া লাগে হঠাতই
বাজে কথা বলাবলি
মুখের কথায় ফুটে খই।
জুজুবুড়ির ভয়ে মরি
ভয় কাটা দেয় শরীরে,
বেঁচে থেকে মরার মত
বলি কেমনে কাহারে।
সরমের চেয়ে মরন ভাল
সহজে কি মরন হয়?
আত্ম হত্যা মহাপাপ
এত কষ্ট প্রানে শয়।
সত্য কথা রয়না চাঁপা
প্রমাণ করা কষ্টকর,
পদে পদে বিপদ আসে
বুকে জাগে বালুচর।
এদিক সেদিক ছুটি সদা
বিপদ যেন না আসে,
বিপদ সে এমন তেজী
চলে বিপদ আগে পিছে।