বিবেকহীন মরুর বালুচর
আজহারুল ইসলাম আল আজাদ
আমি যদি পাখি হতাম
তপ্ত ভানুর কিরণে,
শান্তির ঘুম ঘুমাতাম
বৃক্ষরাজির পাতার ভাঁজে।
আমি যদি মৎস্য হতাম
তপ্ত জলের দেশে,
শাপলা শালুকের নিচে
ঘুমাতাম ঘেঁষে ঘেঁষে।
আমি যদি ঝর্ণা হতাম
পাহাড়ের গায়ে হেলাল দিতাম
নেচে নেচে ছুটে ছুটে
প্রাণ জুরাতাম হেসে হেসে।
আমি যদি ফুল হতাম
সৌন্দর্য বিলিয়ে মন মাতাতাম,
বাতাসের সাথে সাথে
সুবাস ছড়াতাম হেলে দুলে।
আমি যদি পশু হতাম
তপ্ত তৃনভূমি থেকে,
তপ্ত ভানুর কিরণ এড়িয়ে
বনশ্রীতে মিশে যেতাম।
আমি মানুষ হয়ে জন্মেছি বলে
হাজার মানুষের ভীরে,
ঠাঁই খুঁজে ফিরে আসি অসুস্থ
বিবেকহীন মরুর বালুচরে।