ওগো সখা একা একা
বাজাও বেনু
বাঁশেরও বনে,

সুর শুনে  প্রাণ থাকে না
আগুন জ্বলে
আমারও মনে।

মাধবী লতায়
রেখেছ জড়ায়ে জড়িয়ে আছ
হৃদ মাঝারে,

মন ছুটে প্রিয়
জড়ায়ে রাখতে ভালবাসার
প্রেম বাজারে।

প্রেম জ্বালায়
জ্বইলা মরি গো
অস্তি মজ্জ্বা ক্ষয়ে ক্ষয়ে

আমায় নিয়ে চল বন্ধু
অন্য কোথাও
যাই চলে।