যত ছিল কথা ও গান,
হয়নি বলা হলো বিলিন,
জল চেয়ে হাহাকার চাতক
পায়নি বলে ;
ওষ্ঠ তার উর্ধ্ব আকাশে
মলিণ ফ্যকাশে।
বৈশাখী ঝড়ের অপেক্ষায়
বিরহী চাতকের দিন ক্ষণ যায়
অস্থিরতায় স্বস্তির আশায়;
নিঃশ্বাস ফেলে রহে নেশায়
একফোঁটা জলের প্রতিক্ষায়।
ছুটে চলে ডালে ডালে,
থাকতে জল সাগর নদী বিলে,
এমনি করে;
বেদনার প্রহর যায় খেলে
পিপাষিত মন চাহে আলিঙ্গণ,
পাবার চলে জল্পণা;
মরল লালন জল পিপাষায়
থাকতে নদী মেঘনা।