তাজা প্রানের তাজা রক্তগুলো শুকালেও
মুছে যায়নি বায়ান্নর ইতিহাস,
বেনিয়ারা কেরে নিতে পারেনি মুখের বুলি
ব্যর্থ চেষ্টায় করেছে প্রাণনাশ।

জন্ম জন্মান্তরে বাংলার আকাশে বাতাসে
চির অমর একুশ প্রতি বছর মুহর্মান,
বুকের তাজা রক্তে ঢেলে রক্ষিলে তারা
বাংলা মায়ের ভাষার প্রতিদান।

পরাস্ত পরাজিত হল পাক প্রশাসন
নিজ অঙ্গে নিজে ঝামা ঘসে,
মায়ের বুলি টিকে রয় বাংলা মায়ের
প্রতি প্রানের প্রতি রন্ধে রন্ধে।


শহীদ মিনার ভরে উঠে ফুলে ফুলে
পাখিরা গায়  মায়ের কন্ঠের গান
হাজার বছর পরও ভুলবে না জাতী
সালাম বরকত রফিক প্রমুখের অবদান।