হায়রে ব্যস্ততা
ভীতরের কষ্টটা
বুঝলি নারে বুঝলি না,

প্রিয়জনের স্বপ্নটা
রোদে যেন রংচটা
দেখলি নারে দেখলি না।

হায়রে ব্যস্ততা
জীবনের ঘনিষ্টতা
শ্রমের বিষন্নতা বুঝলি না

সময়ের ঘন্টাটা
চলছেতো থামছে না
জীবনের ব্যস্ততা।