সবুজ ধানের ক্ষেতে
আনন্দতে মেতে
শালিক নাচে আলে;
মধু খাবার আশে
বুলবুলিরা হাসে
নাচে শিমুল ডালে।
ধরায় এলে ফাগুন
জ্বলে প্রেমের আগুন
উতলা হয় মন;
পাবার অাশে প্রিয়ারে
মন ছুটে বারে বারে
বহে পুবালী সমীরণ।
রুপ যেমনি তোমার
যেমন ফুলের বাহার
বেড়াও বন-জঙ্গলে ঘুরে;
তোমার রুপের মায়ায়
বৃক্ষরাজীর ছায়ায়
মন ছুটে যায় বাঁশীর সুরে সুরে।
বাসন্তী রুপসী রমনী
তুমি গানের রাগিনী
তুমি আমার কবিতা;
তুমি এসো বছর বছর
কবি মনে কাটো আচঁড়
শিল্পী আঁকে তোমার ছবিটা।