বসন্তের গান,
আজহারুল ইসলাম আল আজাদ
০৩/০৩/২০২১
বসন্তে বনে বনে
ফুল পাখিদের এই দেশে,
পাখনা মেলে খেলে
পাখি আকাশে বাতাসে।
,
রোদের ঝিলিক ঝিকিমিকি
সবুজ ধানের ডগায়,
রাখালিয়া বাঁশীর সুরে পশ্চিমা
পবন ঢেউ খেলে যায়।
,
বিলের মাঝে হাটু পানি
জাল ফেলে মাছ ধরে জেলে,
রুপালী পুটি লুটিপুটী
ছুটে ছুটে ধরা পড়ে জালে।
,
কৃষানীরা তামাক কেটে
বহন করে ভারে করে ঘারে,
সাদা বক ঝাকে ঝাকে
খাবার খোঁজে আলের ধারে ধারে।
,
ভোমরারা সব গুনগুনিয়ে
ফুলের ডগায় মধু খোঁজে,
এই ফাগুনের আগুন ঝরা
পাপড়ির ভাজে ভাজে।