বানভাসি
আজহারুল ইসলাম আল আজাদ
১৯-০৬-২২খ্রিঃ
ডুবছে শহর নগর বন্দর গ্রাম গঞ্জ হাট বাজার
ভাসছে মানুষ পশু পাখি শিশু হাজার হাজার।
ভাঙ্গছে বাড়ি দালান কোটা বৃক্ষ ব্রিজ কালভার্ট
একটু খানি ঠাঁই পেতে আজ খুঁজছে খোলা মাঠ।
ঠাঁই না পেয়ে মা বাবা পাতিলে ভাসায় শিশু
হে খোদা রক্ষা কর তোমারিতো সবকিছু।
নদ - নদী সাগর ভুমি পানিতে পানিতে ছাওয়া
কিছু মানুষ ঠাঁই পেলেও নাইতো তাদের খাওয়া।
বানভাসিদের চোখের জলে বানের পানি হল লোনা,
ঘরবাড়ি নাইরে ভিটেয় সেথা কুমির হাঙ্গরের আস্তানা।
এই বিপদে গর্ভজাত প্রাণের প্রিয় যেন আবর্জনা,
ঠাঁইবিহনে ভেসে গেল কত হিরে মানিক সোনা!