অাকাশ ভরা তারার মেলা
বাগান ভরা পাখি,
নিত্য শাখে খেলে খেলা
করে ডাকাডাকি।
ভোর বিহানে কৃষক মাঠে
জমি করে চাষ,
এমনি করে খাটে তারা
জমিতে বার মাস।
সোনার বাংলায় সোনা ফলে
ফসল ভরা মাঠ,
মাটির গন্ধ শুকে শুকে
আসে ইংরেজ লাঠ।
বর্গী আসে ওলন্দাজ আসে
দখল করে মাটি
সরলতার সুযোগ নিয়ে
বানায় ব্যবসার ঘাটি।
শাসনে শোষনে জরাজীর্ন
বাংলার জন গন,
দুইশ বছর শোষন করে
নিল কেরে ধন।
ঘাত প্রতিঘাত সয়ে সয়ে
সাহস লয়ে বুকে,
বিদেশীদের সাথে যুদ্ধ করে
মরে ধুকে ধুকে।
বাংগালী জাতি বীরের জাতি
করেছে কত যুদ্ধ
যুদ্ধে যুদ্ধে হয়েছে পরিপক্ষ
দালালরা হয়নি পরিশুদ্ধ।