*****ভাংগা চুরা নুন বদল*****
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
১৪/১০/১৮ইং
ভাংগা চুরা নুন বদলের
মাইকটা বাজছে,
গানটা শুনে খাজা খাবার
মনটা নাচছে।
কিনতে খাজা খোজে
খোকা ভাংগাচুরা,
খুজতে খুজতে পেল
একটি ভাংগা খুরা।
হাতে নিয়ে যাবার বেলা
পরল কাদায়,
উঠতে পারেনা লেগেছে
খোকার মাথায়।
মাথা ধরিয়া খোকা আসে
মায়ের কাছে,
না বুঝিয়া মাতা দিল
ধুম ধারাক্কা বসে।
খাজা খাবে হয়নি বন্ধ
তার লোভ,
শাসন বারন আর পিঠে
পড়ুক যত কোপ।
জিহব্বার জল টলমলে
পরছে টপাটপ,
খাজা বলে কথা, কত মজা
বাপরে বাপ!
বোঝায় মা খাজা বাদে
অন্য কিছু খা,
খাজা চাই তার কিছুতেই
সে বোঝে না।
তেলের বোতল প্লাষ্টিকের জগ
বালতি আরও কত কি?
এসব নিয়ে তাজা হল
খাজার দোকানী।
বুঝ জ্ঞান হল খোকার
যৌবনে পৌছিল,
খাজার দরবারে গিয়ে
গাজা টানা শিখিল।
আদর সোহাগ ছিল
ছিল না শাসন,
খাজার গাজা টেনে
হল শরীর পতন।