বকুল তলা
মো:আজহারুল ইসলাম আল আজাদ
তাং১৬/০৩/১৮
-------------------------------------------------------
ভোজনের জন্য ভাবনা যত
চার গাড়ীতে লোক দুই শত,

খাটছি ক'জন  অবিরত
তবু হয়না কারো মনের মত,

বাবুর্চি এল গাল ভর্তিপান
পানচিবায় সে একসমান।

দুই গাল বেয়ে পড়ে লালা
জুটল সে থা দুজন খালা!
স্থান হল স্বপ্নপুরীর বকুলতলা।

কে গো তোরা কার ঘরনী?
আছে কিনা তোদের স্বামী?

কয় কথা তারা হেসে হেসে
স্বামী সংসার সবই  আছে্

গরীব বলে তো কাজ করি,
কাজের বদলা লই টাকা করি।
বাড়ী তাদের স্বপ্ন পুরী।

রান্না বান্নার কাজ হল শেষ
ক্ষিদে সবার লাগছে বেশ।
সবাই বসে নিয়ে গ্লাস প্লেট।

কেউবা দিল মাংসের বাটি
কেউ বা দিল ভাত,
কেউবা দিল সালাত সব্জি
কারো পুরে গেল হাত।

কেউ বা দেয় পানি
খাবার নিয়ে টানা টানি,

অনেকের ধৈর্য গেছে কমে
মাগরিব হল সুর্য গেল ডুবে্
আধাঁর এল নেমে।

কেউ বা খেল পেট পুরে
কারো কপালে না জুটে,
রাধুনিরা রান্না করে,
উপোষে এল ফিরে।

স্বপ্ন পুরী তোমার বুকে
ক্ষনিকের জন্য চলা
তোমার স্মৃতিময় দৃষ্টিনন্দন,
স্মৃতি হয়ে থাকুক,
স্বপ্নে ঘেরা বকুল তলা।