ব্যকডেটেড
আজহারুল ইসলাম আল আজাদ
২৩/০১/২০২১ খ্রিঃ
নির্ঘুম রাত!
পোহাতেই চায় না,
বাহুল্য কিছু চিন্তা
ঘিরেছে আমায়!
একই বিছানায় দুটি প্রানী,
ভালবাসা আখরে রাত কাটাবার চেষ্টা করি,
কিন্তু না, রাত ফুরোয় না!
বাড়ীর কক্ষগুলো হাহাকার করছে,
জীবনের তৃতীয়াংশে পা রেখেছি,
যাদের জন্ম দিয়েছি,
তারা কেউ নেই!
তাদের পড়ার বইগুলো
আমাদের মুখপানে চেয়ে আছে,
চোখের আলোও কম
ওগুলোর নাড়া চাড়া নেই।
ওদেরও হতাশা বেড়েছে।
আমাদের কথা আর কেউ ভাবে না,
আধুনিকতার ছোয়ায় আমরা এখন
ব্যাকডেটেড।