বক- চৌকস
আজহারুল ইসলাম আল আজাদ
২৩.১২.২১ খ্রিঃ

বুঝ ভাল তোর, বলা ভাল না
বলার মাঝে ছলাকলা,
বাহির ভাল তোর ভীতর ভাল না
আসল কাজে আত্মভোলা।

শুরু ভাল তোর শেষ ভাল না
শেষে পাকাস গন্ডোগোল
সয়তানী তোর হারে হারে
সদাই করিস হট্টগোল।

মনে ভাবিস তুই ভীষন চালাক
চালাকিতে সবাইকে ঠকাস
তোর চালাকি সবাই বোঝে,
তুই হলি এক বক -চৌকস।

আর কদিন এমন করে
নষ্ট করবি সমাজটারে,
আসবে সময় হবে মরন
গুছাইয়া লও কবরটারে।