বদলে গেছো
আজহারুল ইসলাম আল আজাদ
তাং ০৪/১১/২১
কেন এলে কেনই বা গেলে বললে নাতো,
ভালই যদি বাস হাতের গোলাপটি দিলে নাতো!
দুঠোটের মাঝখানে হাসিটুকু লুকালে কেন
জানলাম নাতো!
অনেক আশায় দাড়িয়ে রইলাম ফিরলে নাতো!
আমাবশ্যার আঁধারে অপেক্ষমান ফিনকি আলো দিলে নাতো!
চোখে চোখ রেখে তবু চোখের ভাষা বুঝলে নাতো!
ছেড়ে গেলে কেমন আছি একবারও ভাবলে নাতো!
সেদিনের তুমি আর আমি এখন মনে হয় নাতো
জানি না কোন খেয়ালে তুমি আজ বদলে গেছো!