বাবা
আজহারুল ইসলাম আল আজাদ

ভোরের আযান বাতাসে ভেসে আসে
প্রাচীর ভেদ করে বাবার কানে বাজে,
বাবা ঘুম থেকে উঠে,আমাদের ডাকে
না শোনার ভানে তুলো লাগাই কানে,
ঘুমাবার ভানে কাথ হই ঘুমাই নাক ডেকে।আরামের বিছানায় শয়তান ধরে টেনে,
বাবা বাড়িতে আসে নামাজ সেরে,
তখনও বিছানায় করছি গড়াগড়ি,
বলে বাবা উঠ পড়তে বসো তাড়াতাড়ি,
মনে মনে ভাবি এত বিরক্ত হয়না সহ্য
ইচ্ছের বিরুদ্ধে বাবা শুধু করে বারাবাড়ি,
বড় ভাইয়েরা উঠেই না আমি উঠে বই পড়ি।

হঠাৎ একদিন বাবা পরপারে গেল চলে,
তখন থেকে কেউ আর পড়ার কথা না বলে,
কেউ নামাজের জন্য আমায় দেয়না তাগিদ,
মোটা কাপড় আছে কিনা আসছে যে শীত,
কেউ বলেনা খেয়েছি কিনা আছি নাকি উপোষ,
বাবা তোমার কথা শুনিনি এখন শুধুই আবছোস।
তুমি নাই যত ভাই তত ঠাঁই মা শুধু কাঁদে,
আহাজারী করে বলে সব কপালের দোষ।
বাবা আমার মাথার ছাদ চার দেয়ালের খুঁটি,
বাবা নেই সব নড়বড়ে জীবনটাই এখন মাটি।
বাবা আমার ভোরের সূর্য আলো ছড়াতেন মুটি মুটি,
সুশীতল ধরাতল উজ্জ্বলতায় ছিল পরিবার,
বাবা কী আগে বুঝিনি এখন করি হাহাকার।
আমিও বাবা হয়েছি এখন আমি তোমার আকার।