অতঃপর
আজহারুল ইসলাম আল আজাদ
পূর্ব আকাশে মেঘের ঘনঘটা
ফাকে উঁকি মারে আলোর ছটা
নিদারুণ কষ্টে আসে ধরায়,
এক বুক স্বপ্ন নিয়ে আলো ছড়াতে
কালো দাগ মুছাতে মুছাতে
নিস্তেজ নিঃশেষ নিজেকে বিলায়।
অতঃপর
তিল তিলে গড়া উচু পদের মানুষগুলো
শিকড়কে ভোলে একটু ভুলে শাসনে
রেখে লাথি ঘুশি সহ ধরে কিলায়।
শিকড় মাটিতে গড়াগড়ি করে
কান্ড লতা পাতা হাওয়ায় দোল খায়
বেড়ে উঠে আকাশপানে ধায়।
পরিশেষে
নিয়তির অমোঘ চক্রে ঝড়ে যায়।