আতংক
আজহারুল ইসলাম আল আজাদ

চোখের নদীতে জল নেই
মণিতে কোন ফল নেই,
দিনের সূর্য রাতের চন্দ্র'র
হাসিতে কোন রূপ নেই।

ধুলো মাখা ধরণীর বুকে,
মানুষগুলোর যেন মন নেই,
চারদিকে শুধু হাহাকার,
বন্য প্রাণীর চোখে ঘুম নেই।

হে প্রকৃতি তুমি এত নিষ্ঠুর
শান্ত হবে কবে তুলে নিবে?
মানব মনের মরন ব্যাধির
আতংক।

৩০/১১/২০২০