সকাল বেলা," ক্যান বাজেরে কালার গলা!"
বলছে কালা,শুনছে সবাই, যেমন বিশ হরির পালা।
কি বলছিলে কালা, "দুর্নীতিতে ভরা সব শালা।"
সব শালারা খেলছে খেলা সারা বেলা।
সব শালারে ধোলাই করে, ভরব পুকুর নদী নালা।"
সুধাই তারে, 'বলনা মোরে কি হয়ছে?"
বলল কালা,গোংরা শালা "ঘুষ নিয়েছে ৯০ টাকা!"
"৫০টাকা ফাইল দেখা ৪০টাকা কাগজ লেখা!"
বিচার কারে, দিতে হবে বলনা দাদা?
ওরে কালা, "গায়ে কেন এত জালা!"
অারে দাদা, "অফিসের সব পাইক পেয়াদা, আছে মুখ
মেলেয়া, টাকা নাইতো কাজ হবেনা।"
এদের যত কুকীর্তি
সব কাজেতে দুর্নীতি ,
ওরা দেশের শত্রু
ওরা কারো নয়তো মিত্র?
ও দের সাথে যার প্রিতি
তারাও করছে দেশের ক্ষতি।
ওরা কি পায়না বেতন?
অফিসে দেখি অন্যমতন।
ব্যাটাদের এমন নীতি, ধরেছ ভীমরতি।
শুধু করে দুর্নীতি।
"গা খানা মোর জলছে সদাই, টাকা নাই ফিরল ভোদাই!
কে আছে বন্ধু সুজন,দুর্নীতি বাজদের করবে পতন!
যারা আজও হওনি চেতন,হইওনা ভোদাইর মতন।
জেগে উঠ, ওরে ও বাংলার রতন।
এসো করি দুর্নীতি মুক্ত সমাজ গঠন।