-------------------------------------------------
অাষাঢ় মাসের মেঘ ডাকে গুড়ু গুড়ু
তোমার আমার ভালবাসা এ'তো শুরু,
বাদলা দিনে ঘরে বসে আমি একেলা
তোমায় মনে পড়ে প্রিয় নিত্য দুবেলা।
বাদলের ধারায় তোমার ছবি দেখি,
ঝিরি ঝিরি রুপে বাতায়নে দাও উঁকি,
সারাটি বেলা ওগো তোমার ছবি অাঁকি
আষাঢ়ী ধারায় তোমা নিয়ে কাব্য লিখি।
মেঘ বরন কালো কেশর যে তোমার
ঠোঁট যে তোমার রংধনুর বাহার,
নাকের ডগায় দেখি যে শিশির দানা
ভিন্নরুপে সেজেছ প্রিয় যেন অচেনা।
রুনু ঝুনু নুপুর পায়েই এসে যাও
কবির মনে ভালবাসা বিলিয়ে দাও।