অর্থ ও সম্পর্ক
আজহারুল ইসলাম আল আজাদ
শতবর্ষের সু- সম্পর্ক
অর্থের কাছে হেরে যায়,
সময়ের ব্যবধানে সতেজবৃক্ষ
আগুনে পুড়ে ছাই হয়।
চিরচেনা সম্পর্কে চির ধরে,
শাখা-প্রশাখা-পল্লব ঝরে যায়।
অর্বাচিন সম্পদের মালিক হলে,
অভিধানের বাইরে শব্দবুনে,
যেমন ঈদকে বলে রিদ
আমকে বলে রাম,
সম্মানের বস্তা কাঁধে
খুঁজে বেড়ায় দাম।
নিজের পাচায় আতর মেখে,
শুঁকে পরের গায়ের ঘাম,
কী গন্ধগো তোমার গায়ে,
হায় হায় সিয়া রাম সিয়া রাম।