আপরুপ লিলা
আজহারুল ইসলাম আল আজাদ
উপরে নীল আকাশ
পাথরের বুকে দাঁড়িয়ে
শুনশান শব্দ শুনি,
তলদেশে আটকানো
পাথর খন্ডের থাক্কায়
স্রোতের ঢেউ গুনি।
স্রোতের নির্মোহ ভাষা
প্রাণের স্পন্দন ধ্বনি
পানকৌড়ি ডুব মেরে,
দুকূল ছাপিয়ে গেছে
বাঁকা নদী কোন সুদূরে
নিয়েছে মোর দু'নয়ন কেরে।
বিষন্নতার আঁখিতে অশ্রু
উদাস মনের আকুতি,
রেখে আসি নদী তীরে,
এ দেশে অপরুপ লিলা
যেন গাঙচিল হয়ে
আসি ফিরে ফিরে।