তুমি চলে গেছ বলেই আমি নিশি জাগি
আমার অষ্ট প্রহর কষ্টে কাটে,
কিছু অবুঝ প্রান ঘিরে ধরেছে আমায়,
দেখে কান্না আসে আঁখিতটে।
অাধো অাধো বোল করে যে পাগল
কেমনে তাদের করিব আপন?
শত জ্বালা যন্ত্রনা সয়ে ক্ষয়ে ক্ষয়ে
দুর্বি সহ হয়েছে আমারও জীবন।
যা ছিল আমার ভালবাসাটুকু তোমাকে
দিলাম, তুমি বিদায় নিয়ে মোরে,
শুন্য করেছ বলে আজও শুন্য আছি
বুকে বেঁধে রাখতে পারিনি তোমারে।
তুমি চলে গেছ বলে আমি নিশি জাগি।
যেমন ছুটে তাঁরা যায়গা শুন্য করে,
আমি তেমনি বাধণ হারা কিছু অবুঝ প্রাণ ছাড়া কেউ রইল না পাশে মোরে।
শক্তি দাও গো দয়াময় মোরে শক্তি দাও
সাথে থেকে মঙ্গল যেন করতে পারি,
তাদেরও সুমতি দাও গো প্রভু আমায় মানার
মুখে কিছু দিতে পারি যারা অনাহারি।
ভাই এর মত আপন কেউ নেই জীবনে
যদিও পর হয় নারীর কারনে,
কোন বিপদের কালে আপন খুজে পাবে না
প্রাণের ভাইটি বিহণে।