আমি নীল আর্মষ্ট্রং, মাইকেল কলিন্স, বাজ অলড্রিন নই যে তোমাকে,
চাঁদ থেকে মাটি এনে দিব।
আমি টমাস আলভা এডিশন নই যে
ডিমে তা দিয়ে ছানা বের করে দিব।
আমি লিউনার্দোদা ভিঞ্চি নই যে
তোমার ছবিটি একে দিব।
আমি রবীন্দ্রনাথ নই যে গীতাঞ্জলি লিখে বিশ্ব কবি হব।
আমি নজরুল নই যে বিদ্রোহী কবিতা লিখে সুনাম বয়ে আনব।
আমি জসীমউদ্দিন,বন্দে আলী সুফিয়া কামাল নই যে কবিতা লিখে পদক পাব।
সে আশাও কখনো করিনি।
আমি এক হিংসুটে বাঙালি, হিংসে করে তোমাকে থামাতে চাই,তোমার দৌড়াত্ব আমাকে জ্বালায় চোখ টাটায় তোমার উর্বর মস্তিষ্ক দেখে আমার বড্ড ভয় হয় না জানি তুমি নোবেল পেয়ে যাও।
ছিঃ ছিঃ আমি কেন এসব ভাবছি,তেলা পোকা দেখেই যে চিৎপটাং তাঁর আবার আবিস্কার জ্যোতিষ্ক,
দুর এসব করাওতো সম্ভব নয় আমার যে অনুর্বর মস্তিষ্ক।