অনুরাগ
আজহারুল ইসলাম আল আজাদ
জোর করে কিছু
কর না হে প্রিয়,
চিহ্ন থাকার চেয়ে
না থাকাই শ্রেয়।
বিশ্বাসেও মরিচা ধরে
স্বার্থ ফুরালে,
নিঃস্বার্থ জেগে উঠে
ধৈয্য হারালে।
ধৈয্যের সিমা হারায়
অসহ্যের কারনে,
নিষেধ কার্য কর যদি
গুরুজনের বারণে।
ফলাফলে কোলাহল
হয় যত গন্ডগোল,
পদে পদে বিপদ আসে
হয় শুধু সোর গোল।
জোর করে কিছু
কর না হে প্রিয়,
চিহ্ন থাকার চেয়ে
না থাকাই শ্রেয়।