অনাথ জীবন
আজহারুল ইসলাম আল আজাদ
                                                      
মাতৃ-পিতৃহারা
সম্বলহীন ছন্নছাড়া,
ছলছল আঁখিতে,
জীবন আঁধারে,
অনবরত প্রহর গুনছি
তাঁরা আবার হয়ত আসবে
কবে আসবে?

খোকা খোকা বলে,
আবার আমায় ডাকবে?
নাই যদি আসে?
কারে পাব?
কোথা যাব?
কে পুরাবে আশা?
কে শিখাবে ভাষা?
কে দিবে ভালবাসা?
কাল বৈশাখী ঝরে,
কেন গেল তাঁরা মরে?

কাছে এসে হেসে হেসে
দিত মা মমতার ছোয়া।
বিকেল বেলা,
শেষ হলে খেলা,
কেউ নেই আমি একেলা।

কোনো ভুলে,
ছলে বলে করতাম
উঁকিবুঁকি জানালায়,
মা হেসে হেসে আমায়
বলত দিবি কত ফাকি।

দিন কত হল গত?
কেটে গেল কত ঋতু,
মায়ের স্নেহ
বাবার আদর যেন সেতু।
মাবিহনে শীতের দিনে
কে দিবে গায়ে চাঁদর?
কে জোগাবে শক্তি,
কারে করব ভক্তি,?

কতকাল গেল কেটে,
অনাহারে অর্ধাহারে,
ঠাঁই নেই দিন কাটাই
হলাম আমি টোকাই।
শুধু আপণ খুঁজি
দেখি চাঁদ
তাইতো আমি অনাথ।