দূর্বা অমরত্ব পায়
পুজার ভোগ থালায়,
অসভ্য অমরত্ব পায়
সাধুর দুর্বলতায়,
দুর্বলতাই হয় সভ্যদের হাসির খোরাক।
সভ্যরা এখন বিক্রি হয় ,
কিছু সভ্য গর্ধব সোয়ারী,
বুলির চাবুক মারতে শিখেছে,
নিজে যেন হিটলার,
শুধু অর্ডার আর প্রাণপাত!
হোক তাতে কি?
চোখের বালি সরাতে চোখ উপরে ফেলাই শ্রেয়।
জুলুমে দান আদায়,
বুলির চাবুক কন্ঠে
আদায়ে ফন্দি ফিকির।
জিতের চেষ্টা, জিততে হবে।
দর্শক সারিতে নিত্য করে
মজমা জমায় কিন্তু জমে উঠেনা উঠান বাঁকা।
সভ্যরা লিপ্ত যখন অসভ্যতায়।
অমরত্ব পায় সাধুর দূর্বলতায়।