অমর তুমি মহেশ চন্দ্র রায়
আজহারুল ইসলাম আল আজাদ
সুরের সম্রাট অতি মহান
হে মহেশ চন্দ্র রায় তুমি মহিয়ান,
চৈতালী বায়ে দোতরার তালে
গেয়েছিলে ভাওয়াইয়া গান।
প্রেম- প্রিতির মায়াময় স্মৃতি,
আজও জাগে মানষপটে,
রাগ-রাগিনীর ছন্দে সুরের মূর্চনা
আজও শুনি যৌবনশ্বরীর ঘাটে।
দোতারা কাঁধে যে গান গেয়ে
হৃদয় মাঝে দোলা দিলে
"ও মন কিসের লাগি মজিলে
দই বিলিয়া চুনগুলা তুই ক্যান খেলে।"
তোমার কন্ঠে বেজেছিল গাঁয়ের বর-কনে
ঠুনকো কথায় কেমনে গোস্যা করে,
"কইনা টা মোর হইছে গোসারে
নারকেল ত্যাল আর মাথা ঘষা
ছাবোন ব্যাগরে--
আও করিলে ছাংগাউ ছাংগাউ
নাই কথাতে নিহাইও করে।"
প্রকৃতি ও কর্মকে সাজিয়ে গা'লে
দোতরার তালে তালে,
" ওরে শিম শিমানি দেওয়ার ঝরি
এলায় যাইম মুই দোলাবাড়ি,
ও মাইওর মাও কোদাল পারে দে--
ওরে চৌকার ভুইওত বান্দিম আইল
ভুই আইজ না গারিম গারিম কাইল
নাস্তা নিগাও গোলেয়া সাংকিতে।"
তোমার চরিত ও কর্ম রচিতে,
সাধ্য নেই মোর,
ভাওয়াইয়ায় কালজয়ী শিল্পী তুমি
মহেশ চন্দ্র রায় মরেও অমর।